পাবনার বেড়ায় টিএমএসএস বেড়া-১,২ ও সাথিয়া শাখা কর্তৃক ৫ শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এ সময় প্রধান অথিতি ছিলেন আবু সাইদ, উপাধ্যক্ষ, বেড়া সরকারি কলেজ, বিশেষ অথিতি হিসেবে বেড় মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাসেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী মিঠু, পরিচালক, এইচ.ই.এম-ওপি-১। আরো উপস্থিত ছিলেন পাবনা জোন প্রধান সাইদুর রহমান, পাবনা সহ: জোনাল ম্যানেজার হাফিজুর রহমান, ফরিদপুর এরিয়া ম্যানেজার সেলিম রেজা, বেড়া এরিয়া ম্যানেজার শাহজালাল, ডিএএম ফজলে রাব্বি এবং বেড়া-২ শাখার বিএম রেজাউল করিম, বেড়া-১ শাখার বিএম সালেকুর রায়হান, কাশিনাথপুর-১ শাখার বিএম দেলোয়ার হোসেন, কাশিনাথপুর-২ শাখার বিএম শফিকুল ইসলাম, সাঁথিয়া শাখার বিএমজ্যোতিষ মোদক প্রমুখ।
Posted ৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD