পানের সাথে চুন
এস আই.মানিক
ঠাট্টা করে বলবে কথা
পানের সাথে চুন,
হাসতে হাসতে ফেলবে করে
অনায়াসে খুন!
বন্ধু ভেবে মনের কথা
বলছো খুলে তাই,
শত্রু হয়ে পরবে মারা
পাবেনা রেহাই!
বিশ্বাসই বা করবা কারে
মনের গহিন থেকে,
প্রেমিকা বা বন্ধু হোক
নগদ যাবে বেকে!
দোষ না করে হয়ে যাবে
সবার চোখে দোষী,
কেঁদেও কোনো লাভ হবেনা
হায়রে অভিলাষী!
মৃত্যু ছাড়া পথ পাবে না
আরতো কোনো খোলা,
গলায় দড়ি দিয়ে শেষে
লাগতে পারে ঝোলা!!!
Posted ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD