রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে মোহম্মদ জাফর সাদিক চৌধুরী। রবিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে যোগদান করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, অফিসার্স ক্লাব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এছাড়াও বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান, নবাগত ইউএনও মোহম্মদ জাফর সাদিক চৌধুরী।
মোহম্মদ জাফর সাদিক চৌধুরী ৩৪তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা, তিনি ইতোপ‚র্বে দুদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে নিষ্ঠার সাথে কাজ করেছেন। তার জন্মভূমি চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
এ সময় উপস্থিত সকলের সাথে পরিচিত হন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ জাফর সাদিক চৌধুরী। সেই সাথে উপজেলায় ইউএনও হিসাবে কাজ করতে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পাংশাতেই প্রথম তিনি। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD