পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ পুলিশের লাঠিচার্জ-গুলিতে সভাস্থল ফাঁকা ভিন্নস্থানে কমিটি ঘোষনা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের মঞ্চস্থলে দুর্বৃত্তদের হামলা, পুলিশের লাঠিচার্জ-গুলিতে সভাস্থল ফাঁকা, ভিন্নস্থানে কমিটি ঘোষনা।
উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম জানান, আজ শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির কাউন্সিল ধরঞ্জী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করার সময় পিছন থেকে একদল দুর্বৃত্ত মঞ্চের পার্শ্বে হামলা করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মী দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় থানা পুলিশ ও ডিবি পুলিশের দল পিছন থেকে নেতাকর্মীদের লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে সভাস্থল থেকে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে ইউনিয়নের পাড়ইল গ্রামে নেতাকর্মীরা সংঘবদ্ধ হয় এবং সেখানে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
ফাঁকা গুলির বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD