দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পাঁচবিবি থানায় সদ্য যোগদানকৃত নবাগত (ওসি) মোঃ জাহিদুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি থানার কনফারেন্স রুমে মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি উপজেলায় নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আজাদ আলী(দৈনিক নয়া দিগন্ত), মোঃ দিলদার হোসেন(দৈনিক ইত্তেফাক), ক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু(দৈনিক করতোয়া ও দৈনিক সংবাদ) সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, নির্মল রায়(দৈনিক ভোরের কাগজ), সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরা (দৈনিক আমাদের সময়) সাবেক সাধারন সম্পাদক সজল কুমার দাস(দৈনিক মানবজমিন), মোঃ সুমন চৌধুরী(দৈনিক কালের কন্ঠ), মোঃ বাবুল হোসেন(দৈনিক দেশ বাংলা), সাংবাদিক আবু হাসান(দৈনিক সাতমাথা), মোঃ আব্দুল কাইয়ুম(দৈনিক খবরপত্র), মোঃ দেলোয়ার হোসেন(দৈনিক সময়ের আলো ও আলোকিত বগুড়া), মোঃ দবিরুল ইসলাম(গ্রামীণ আলো), সাংবাদিক আমিনুল ইসলাম জজ চৌধুরী, নজরুল ইসলাম, সাহাজালাল প্রমুখ।
পরে সাংবাদিকরা নবাগত ওসি’কে পাঁচবিবির উপজেলার সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।
Posted ১০:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD