দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: নারী-পুরুষ ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ চলো গড়ি- এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মত জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে পাঁচমাথা বিপ্লবী ডা: আব্দুল কাদের চৌধুরী উদ্যান (পৌরপার্ক) প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আ-লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভানেত্রী মাসুদা বেগম ঝর্ণা। বীর মুক্তিযোদ্ধা মরহুম চিকিৎসক সাইদুর রহমানের নাতি ইফরাজ আলম বাপ্পির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মহিলা আ-লীগের সভাপতি ইভানা আক্তার মিনু, জেলা মহিলা আ-লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা শীতল,বালিঘাটা মহিলা আ-লীগের সভানেত্রী মোসলেমা বেগম, আওলাই ইউনিয়ন মহিলা আ-লীগের সভাপতি আঞ্জুমান আরা, পৌর মহিলা আ-লীগের সম্পাদিকা রেবেকা সুলতানাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে জন্মদিন পালন করা হয়।
Posted ২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD