পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী দুইশত বছরের পুরাতন শ্রী শ্রী মা মাউড়িতলা দুর্গা মন্দিরে সরকারী অনুদানের ১লক্ষ ২৫ হাজার টাকা এমপি নিজস্ব তহবিল হতে ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সহকারী অধ্যাপক শশাঙ্কর সরকার বাপ্পির সভাপতিত্বে ধর্মীয় রীতিনীতি মেনে উক্ত মন্দির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট -১ আসনের সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট শামছুল আলম দুদু। বিশেষ অতিথি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD