দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ানে ২০২৩ ও ২০২৪ চক্রের ভি ডব্লিউ ভি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সহযোগিতায় ও কুসুম্বা ইউনিয়ান পরিষদের আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় পরিষদ চত্বরে কার্ড বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জিহাদ মন্ডল।
প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসের, অফিস সহকারী আবু রায়হান প্রমুখ।
ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে ২৫৩ জনকে ৩০ কেজি করে চালের আওতায় আনা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল।
Posted ১১:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD