দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী বণিক সমিতির ৪র্থ বার্ষিকী সাধারণ সভা-২০২৩ আজ ১৮মার্চ দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভরত প্রসাদ গোয়ালা। বণিক সমিতির সদস্য রাফিউল ইসলামের সঞ্চলনায় এতে প্রাধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এড: সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল ও বণিক সমিতির সাধারণ সম্পাদক নাদিম হাসনাত মন্ডল প্রমুখ।
পূর্বে এক বণার্ঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বণিক সমিতির পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD