দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সারাদেশের ন্যায় জয়পুরহাটে পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিপ্লবী ডা: আব্দুল কাদের চৌধুরী স্মৃতিসৌধ উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন তালুকদার। পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজুর আহবানে ও উপজেলা ছাত্রলীগের সম্পাদক বাবু পলাশ কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আ-লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি উপজেলা আ-লীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও প্যানেল মেয়র মুশাইদ আল আমিন সাদ প্রমুখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD