দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। ভেটেনারী সার্জন চিকিৎসক মোঃ ফয়সল রাব্বির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোঃ নিয়ায কাযমীর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক মোঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ প্রমুখ। শেষে প্রাণিসম্পদের প্রাঙ্গনে বসা ৩৫ টি স্টল পরিদর্শন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
Posted ৭:১০ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD