জয়পুরহাটের পাঁচবিবিতে পাট অধিদপ্তরের বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদনের সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে নাবী পদ্ধতিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রসাশন ও পাট অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে পাট বীজ উৎপাদনের গুরুত্ব, চলমান প্রকল্পের লক্ষ্য, উদেশ্য প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করেন পাট উন্নয়ন কর্মকর্তা (পাট অধিদপ্তর) মোঃশামসুল আলম।
প্রকল্পের তালিকায় ভুক্ত পাট বীজ উৎপাদনকারী অর্ধশতাধীক চাষীদের প্রথম ধাপে প্রশিক্ষন দেওয়া হবে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবূর রহমান জানান। শেষে মুক্ত আলোচনা ও প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD