দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা নারায়নপুর এলাকার (স্মৃতি বেকারীর পিছনে) একটি ড্রেনের পাশ থেকে নিতাই চন্দ্র মাহাতো (৩৪) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার বীরনগর বন্ধনপাড়া গ্রামের মৃত মন্টু মাহাতোর পুত্র। সে পেশায় ছিল একজন নির্মাণ শ্রমিক।
গ্রামবাসীরা জানায়, আজ ৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে ঐএলাকার জমির আইলের পাশে ঘেরা জালে জড়ানো অবস্থায় নিতাইয়ের মরদেহ পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয় কয়েকজন কৃষক। পরে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে প্রেরণ করেন।
পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। সে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD