দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়া দেশের নেয় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ র্কোস উদ্বোধন, সনদ পত্র এবং ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তন নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, মোঃ সোহরাব হোসেন মন্ডল ভাইস চেয়ারম্যান মোঃ রাজিয়ানারা টুনি মহিলা ভাইস চেয়ারম্যান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাবিব হোসেন প্রমুখ।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বক্তব্যে বলেন আমরা উপজেলাতে ১হাজার৭৪ জনের মধ্যে ঋণ দিয়ে তারা স্বাবলম্বী হয়েছে। ঋণগ্রহীতা মেহেদি হাসান বলেন প্রথমে আমি যুব উন্নয়ন এর কাছ থেকে ঋণ নিয়ে ৫ হাজার মুরগি এবং ১০ টি গরু খামারে আছে বর্তমানে আমি ঋণ পরিশোধ করেছি। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণের কোর্সের সনদ পত্র ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
Posted ৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD