জয়পুরহাটের পাঁচবিবিতে প্রচন্ড খরা ও দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি। টানা কয়েক দিনের মধ্যে প্রচন্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়ছে আমের গুটি। ফসলের ও ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ দিকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের কাছ থেকে জানা গেছে, জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি পেতে গুনতে হচ্ছে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি টাকা।
বাগজানা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আমানুল্লাহ খান বলেন, আমার প্রায় ছোট বড় মিলে ৫০০টি বিভিন্ন জাতের আম গাছ আছে আমের গুটি ভালো এসেছে তবে অতিরিক্ত খরার কারণে আমের গুটি ঝরে পরছে এতে করে খতির সম্মুখীন হব।
কুটাহারা গ্রামের মোঃ মেজবা সরদার, বাগুনতলি গ্রামের কৃষক মুরাদ, সুলতানপুরের নির্মল রায় ও পৌরসভার রুহুল আমিনসহ অনেকে বলেন, প্রথমে বাগানে আমের মুকুল ভালোই ছিল। পরিচর্যা করায় সেগুলো টিকেও গিয়েছিলো। কিন্তু বর্তমানে প্রচন্ড খরায় আস্তে আস্তে গুটি ঝরে পড়ছে। তারা আরো বলেন, যদি এভাবে আম ঝরে পড়তে থাকে তাহলে আমাদের বিরাট ক্ষতির মুখে পড়তে হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবার ১৩০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। অতিরিক্ত খরার কারণে আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। আমারা আম চাষীদের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। তবে খরার কারণে পানির স্তর নিচে নেমে গেছে। এজন্য পানিও পাওয়া যাচ্ছে না।
Posted ৫:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD