সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাঁচবিবিতে খরায় ঝরে পড়ছে আমের গুটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
79 বার পঠিত
পাঁচবিবিতে খরায় ঝরে পড়ছে আমের গুটি

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রচন্ড খরা ও দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি। টানা কয়েক দিনের মধ্যে প্রচন্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়ছে আমের গুটি। ফসলের ও ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ দিকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের কাছ থেকে জানা গেছে, জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি পেতে গুনতে হচ্ছে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি টাকা।


বাগজানা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আমানুল্লাহ খান বলেন, আমার প্রায় ছোট বড় মিলে ৫০০টি বিভিন্ন জাতের আম গাছ আছে আমের গুটি ভালো এসেছে তবে অতিরিক্ত খরার কারণে আমের গুটি ঝরে পরছে এতে করে খতির সম্মুখীন হব।

কুটাহারা গ্রামের মোঃ মেজবা সরদার, বাগুনতলি গ্রামের কৃষক মুরাদ, সুলতানপুরের নির্মল রায় ও পৌরসভার রুহুল আমিনসহ অনেকে বলেন, প্রথমে বাগানে আমের মুকুল ভালোই ছিল। পরিচর্যা করায় সেগুলো টিকেও গিয়েছিলো। কিন্তু বর্তমানে প্রচন্ড খরায় আস্তে আস্তে গুটি ঝরে পড়ছে। তারা আরো বলেন, যদি এভাবে আম ঝরে পড়তে থাকে তাহলে আমাদের বিরাট ক্ষতির মুখে পড়তে হবে।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবার ১৩০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। অতিরিক্ত খরার কারণে আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। আমারা আম চাষীদের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। তবে খরার কারণে পানির স্তর নিচে নেমে গেছে। এজন্য পানিও পাওয়া যাচ্ছে না।

Facebook Comments Box


Posted ৫:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!