দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নের আওতায় সুফলভোগীদের মাঝে ভেড়া এবং ভেড়ার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে ২৩ ফেব্রুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। ভেটেনারী সার্জন ডা: মোঃ ফয়সল রাব্বির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোঃ নিয়ায কাজমীর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এড: সামছুল আলম দূদূ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম পিন্টু ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক। মোঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ প্রমুখ।
শেষে অত্র উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০০ জন পরিবারের মধ্যে ৫০ জন পরিবারকে ২টি করে মোট ১০০টি ভেড়া ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। পর্যায়ক্রমে ৮শ পরিবারকে ভেড়া ও গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হবে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
Posted ২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD