জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে জাতীয় পতাকা উওোলন ও কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে বিএনপির ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩নভেম্বর রবিবার বিকেলে আটাপাড়া সপ্রাবি মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃশামছুল হক। প্রধান অতিথি বলেন, এই নতুন কমিটি আগামী আওয়ামী লীগ সরকার পতনে যুগোপথ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলজার হোসেন। বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। আরও বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম,যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট, থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু প্রমূখ।
সভায় ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম। মোঃ নাজমুল হককে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদটি প্রতিদন্দী থাকায় পরে ঘোষণা করা হবে বলে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রাজ্জাক সরদার ও আব্দুল লতিফ মন্ডল।
Posted ১১:১০ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD