ঐতিহ্যবাহী পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলা বর্ষবরণ-১৪৩০ উদযাপনের জন্য উচাই একাডেমী প্রাঙ্গনে আজ ১৫ এপ্রিল শনিবার বেলা ১১টায় আদিবাসী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড: সামছুল আলম দুদু। বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজনে আদিবাসী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি বাবু কমলা মিঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বর্ষবরণ কমিটির আহবায়ক অধ্যাপক সুদর্শন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, আটাপুর ইউনিয়ন আ’-লীগের সম্পাদক আব্বাস আলী সরকার, আটাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিনুর ইসলাম ও বর্ষবরণ কমিটির সদস্য সচিব সুব্রত কুজুর প্রমূখ।
সভার পূর্বে আদিবাসীদের ঐতিহ্যবাহী গান-বাজনা এবং নিত্যের তালে তালে মঙ্গল শোভাযাত্রা এলাকার সড়ক প্রদক্ষিণ করে। শেষে এক আদিবাসীদের ভাষায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিল্পীবৃন্দরা।
Posted ৩:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD