আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ভিপি সাজেদুর রহমান শাহিনের পক্ষে দোয়া ও নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার বিকাল গাবতলী উপজেলার গণসংযোগ করেন তারা।
জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিসি সাজেদুর রহমান শাহিনের পক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠন উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের নাংলু, উজগ্রাম ও কৃষ্ণচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর ইসলামের নেতৃত্বে ভিপি সাজেদুর রহমান শাহিনের পক্ষে গণসংযোগ উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল হক মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, গাবতলী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা হযরত আলী (হিরন), জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আইনুল হক বিদ্যুৎসহ নেতৃবৃন্দ।
Posted ৯:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia