আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ আসনে নৌকায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করে চলেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি শাহাজাদী আলম লিপি।
আজ ৯ সেপ্টেম্বর (শনিবার) দিনভর সোনাতলা উপজেলার ভিবিন্ন এলাকায় গণসংযোগকালে শাহাজাদী আলম লিপি বিকেল সাড়ে ৪টায় সোনাতলা সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন, রানীরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো.হাতেম আলী। আরও বক্তব্য দেন রানীরপাড়া গ্রামের ইয়াছিন আলী আকন্দ, সেকেন্দার আলী, নুরুজ্জামান মন্ডল, বুলু সরদার ও মোস্তফা কামাল হারুন প্রমুখ।
এ সময় ওই গ্রামের অনেক নারী পুরুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৯:২২ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD