বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নামুজায় ভুট্টা ক্ষেতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
98 বার পঠিত
নামুজায় ভুট্টা ক্ষেতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নে ঔষধ আনার কথা বলে বাড়ী থেকে বের হয়ে সকালে মিললো গাছের সাথে ঝুলন্ত লাশ। নিহত ব্যক্তি বগুড়া সদর উপজেলার নামুজা শাহপাড়া এলাকার মৃত কাইয়ূম উদ্দিনের পুত্র আবেদ উদ্দীন (৬০)।

নিহতের স্ত্রী আঞ্জেলা বেগম জানান, বুধবার সন্ধ্যায় ঔষধ কেনার কথা বলে বাড়ী থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না। স্ত্রী আঞ্জেলা তখন থেকেই সম্ভাব্য স্থানে তালাশ করেও তার কোন সন্ধান পায় না। একপর্যায়ে মেয়েদের বাড়ীতে মোবাইল ফোনে খোঁজ নিলে সেখানেও তার খোঁজ মেলে না। কোথাও যখন আবেদ উদ্দীনকে পাওয়া যাচ্ছেনা তখন সারারাত তাদের দুশ্চিন্তায় কাটে। এরপর আবেদ উদ্দীনের মেয়ে সকালে পিতার খোঁজে মায়ের বাড়ীতে যাওয়ার সময় নামুজা ইউনিয়নের মজিদপাড়া নলপুকুর নামক স্থানে ভুট্টা ক্ষেতের পাশে একটি গাছে পিতার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন।


গাছে ঝুলন্ত লাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য সেখানে হাজার হাজার নারী-পুরুষের ভিড় জমে।

লাশটি গাছের সাথে গলায় গামছা বাঁধা অবস্থায় পা মাটিতে ঝুলে ছিল। এবং মুখের ভেতর বকন গাছের পাতা গুজিয়ে দেয়া ছিল। এরপর স্থানীয়রা বগুড়া সদর থানায় অবহিত করলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


এ ব্যাপারে এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নিহত আবেদ উদ্দীন ছিল একজন সাদাসিধা মনের মানুষ। সে বেশি একটা মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করতেন না। একা চলাফেরা করতে বেশি পছন্দ করতেন। তবে বেশ কিছু দিন তাকে আতঙ্কিত মনোভাবে চলাফেরা করতে দেখেছেন বলে তারা জানান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।


Facebook Comments Box

Posted ৭:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!