সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নানা আয়োজনে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আলোকিত বগুড়া   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
153 বার পঠিত
নানা আয়োজনে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নানা আয়োজনে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। এ উপলক্ষে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নেতৃত্বে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা শ্রদ্ধা জানান।


পরবর্তীতে বগুড়া জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, মুক্তিযুদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এবি পার্টি, বগুড়া জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল থেকে হাজারো মানুষের ঢল লক্ষ্য করা যায় শহীদ খোকন পৌর শিশু উদ্যান শহীদ মিনার চত্বরে।


বগুড়া জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’র পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’র উপদেষ্টা নজরুল ইসলাম মিলন, সভাপতি এস এম দৌলত জামান, সহঃ সভাপতি মোঃ মাঈনুল হাসান, সহঃ সভাপতি শ্রী পবিত্র কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া, সহঃ সাধারণ সম্পাদক আব্দুর রহিম (জয়), সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক ফয়সাল ইসলাম,মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জুয়েল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রন্ধা নিবেদন করেন রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি সীমা প্রসাদ, সাধারণ সম্পাদক দুলাল শাহ, সহঃ সাধারণ সম্পাদক সাফায়েতুল ইসলাম বাবুসহ আরো অনেকে।

পরবর্তীতে বগুড়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেত্রীকর্মী, স্কুল-কলেজ এবং এনজিও ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!