“সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদের জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে ইউনিয়ন পরিষদের চত্বরে অত্র ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা তারেক রহমান লুলু, ইউপি সচিব আশিকুর রহমান, ইউপি সদস্য সোহেল রানা, মনিরুজ্জামান মিলন, নজরুল ইসলাম, জুয়েল রানা, মোজাফ্ফর হোসেন প্রমুখ। এসময় অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
Posted ২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia