“সরকারি জমিতে মার্কেট সাবেক অতিরিক্ত সচিবের” এই শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বগুড়া-নাটোর মহাসড়কে সওজের জায়গার সীমানা নির্ধারণ করে দিয়েছে বগুড়ার সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা।
১০ই আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাহেদ হাসান শাকিলের নেতৃত্বে ও সার্ভেয়ার আজিজ আহমেদের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের বাস-ট্রাক টার্মিনাল নির্মানের জন্য রক্ষিত ২৮ শতক জায়গা শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হাইয়ুল কাইয়ুম এর কবজা থেকে দখলমুক্ত করে সীমানা পিলার পুঁতে দেওয়া হয়েছে।
সিমানা মাপজোকে দেখা গেছে যে, তিনি শুধু উল্লেখ্য বিল্ডিং’ই নয়, এই জায়গা দখল করে তিনি কিছু অংশে ধান আবাদ করেছেন, কিছু অংশে ব্রয়লার (চাতাল) স্থাপন করেছেন, কিছু অংশে চাতালের ধান শুকানোর জন্য ‘খোলা’ নির্মান করেছেন, কিছু অংশে মাটি ঢেলে উচু করে মৌসুমি আবাদের ভিটা করেছেন এবং কিছু অংশে কলার বাগান করেছেন।
সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাহেদ হাসান শাকিল সাংবাদিকদের, সাবেক অতিরিক্ত সচিব জনাব হাইয়ুল কাইয়ুম সাহেবের দখল থেকে সওজের জায়গা উদ্ধার করে সীমানা পিলার পুঁতে দেওয়া হয়েছে। সেই সাথে এই জায়গায় নির্মিত স্থাপনা সরিয়ে এবং ভেঙে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিনি নিজে ভেঙে না নিলে সওজ যথাসময়ে স্থাপনা গুড়িয়ে দিবে।
উল্লেখ্য, গত ৭ ও ৮ই আগষ্ট জাতীয়, স্থানীয় সহ বিভিন্ন গনমাধ্যমে “সরকারি জমিতে মার্কেট সাবেক অতিরিক্ত সচিবের” শিরোনামে সংবাদ প্রকাশের পর দখলমুক্ত হলো সওজের জায়গা।
Posted ৮:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD