বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১০ই মে বেলা ১২:৩০টায় নন্দীগ্রাম ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদুল ইসলাম, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
এবছর নন্দীগ্রাম উপজেলায় ৩০টাকা কেজি দরে ১৪৫০ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ২৭৫৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD