বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকায় ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নন্দীগ্রাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার মাঠে ধান ক্ষেতে অজ্ঞাত নামা যুবকের (৪০) মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা। বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাতনামা যুবেকর পরনে ছিলো হাফ গেঞ্জি ও জিন্সের প্যান্ট।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অজ্ঞাত নামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia