বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের জীবন কুমারের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী। সোমবার (২০ জুন) বেলা ১১ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করে।
প্রকাশ থাকে যে, স্ত্রী আরতী রাণী ও সম্বন্ধী বিরেশ্বর চন্দ্র কৌশলে জীবন কুমারের সম্পত্তি দলিল করে নেয় এবং সাড়ে ৪ লাখ টাকা আত্মসাত করে। যে কারণে গত ১১ জুন বেলা আনুমানিক ১১ টারদিকে জীবন কুমার সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২ টার দিকে তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী জানিয়েছে, জীবন কুমারের স্ত্রী আরতী রাণী ও সম্বন্ধী বিরেশ্বর চন্দ্র সম্পত্তি এবং অর্থ লোভী। তারা কৌশলে জীবন কুমারের সম্পত্তি দলিল করে নেওয়াসহ সাড়ে ৪ লাখ টাকা আত্মসাত করায় অভিমান করে জীবন কুমার আত্মহত্যা করে। মানববন্ধরকারীদের সাথে কথা বললে তারা বলেন, কৌশলে সম্পত্তি লেখে নেওয়ার কারণেই জীবন কুমার আত্মহত্যা করে, আমরা এর সঠিক বিচার চাই। আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য প্রশন্ন প্রামানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি তবে এ বিষয়ে মামলা হয়েছে কিনা তা আমি জানি না।
Posted ৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD