বগুড়ার নন্দীগ্রামে ঘরের বারান্দার চালে গলায় ওড়না পেঁচিয়ে রেশমা আক্তার (২৬) নামে এক প্রতিবন্ধী নারী আত্মহত্যা খবর পাওয়া গেছে। নিহত নারী উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়া এলাকার নুরুল ইসলাম টুংকুর কন্যা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে এক সড়ক দূর্ঘটনায় মা নূরজাহান বেগম মারা যায়। এ যাত্রায় রেশমা আক্তার বেঁচে যান। তার ডান পায়ে আঘাত প্রাপ্ত হওয়ার করেন প্রতিবন্ধী হয়ে জীবন যাপন করছেন। প্রতিবন্ধী নারীর ১বছর আগে নামুইট এলাকায় বিয়ে হয়। বিয়ের ৬মাসের মাথায় তাদের সংসার ভেঙ্গে যায়। এরপর থেকে নিহত রেশমা তার বড় ভাই কুদ্দুস ও মামা মতলেবের বাড়িতে বসবাস করেন।
১৫ই সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১২ টায় সবার অজান্তে ঘরের বারান্দায় বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
প্রত্যক্ষদর্শী বড়ভাই কুদ্দুস জানান, তিনি রাতে ঘরের বাহিরে বের হয়ে দেখেন তার বোন রেশমা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণাৎ তিনি বাড়ির সবাইকে ডেকে তুলেন। বিষয়টি থানা পুলিশকে খবর দেন তারা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।
Posted ১১:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia