বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর সেই যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। স্ত্রীসহ পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেছে বলে জানিয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ।
জানা যায়, নিহত মুকুল হোসেন শাজাহানপুর উপজেলার খাদাশ উলালপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি শেরপুর উপজেলার বাঘমারা এলাকায় শশুর বাড়িতে থাকতেন। ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন মুকুল। পরদিন শনিবার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা কল্যাণনগর রাস্তারধারে ঠাকুরান পুকুর এলাকার ধানক্ষেতের পানিতে ইজিবাইক চালক মুকুলের লাশ ওপর হয়ে পড়ে থাকা দেখা অবস্থায় স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মুকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার (১৭ই সেপ্টেম্বর) তার মরদেহ শনাক্ত করেন স্ত্রী ও স্বজনরা। লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি মামলা) হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আশা পর্যন্ত মৃত্যুর কারন জানা যাচ্ছেনা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি, তদন্ত চলছে। শুক্রবার দুপুরে শেরপুরের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন মুকুল। পরদিন নন্দীগ্রামে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইজিবাইকটি পাওয়া যায়নি। সে কি কারণে বা কিভাবে এখানে এসেছে এবং তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia