নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ , ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অফিস চত্ত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে জন প্রতি একটি স্প্রে মেশিন , একটি সিকেচার ও একটি গ্রাফটিং নাইফ প্রদান করা হয়। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এসময় কৃষি অফিসার মজিবুর রহমান।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন নাহার সুমী সহ আরো অনেকে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD