বগুড়ায় ধুনটে সুবিধাবঞ্চিত ও পথিকদের মাঝে ইফতার বিতরণ করেছে ধুনট থানার পুলিশ। আজ ১৩ই এপ্রিল (বুধবার) বিকাল ৫টার দিকে ধুনট শহরের ফলপট্টি এলাকায় ইফতার বিতরণ করা হয়। ধুনট থানার পুলিশ সুবিধাবঞ্চিত ও পথিকদের হাতে ইফতার তুলে দেন।
এ সময় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সুবিধাবঞ্চিত ও পথিকদের পাশে ধুনট থানার পুলিশ সব সময় থাকবে। থানা পুলিশের পক্ষ থেকে যেকোন ধরনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রাজ্জাকুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মোঃ আসাদুজ্জামান, এএসআই মোঃ মতিয়ার রহমান, পুলিশ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ রফিক, মোঃ সাজ্জাত হোসেন, ডিএসবি মোঃ আব্দুল মমিন উপস্থিত ছিলেন।
Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD