প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার আওতায় বগুড়া জেলার ধুনট উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং-এ ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, আগামী ২২ মার্চ বগুড়া জেলার ধুনট, কাহালু, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলাকে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এই দিন ধুনট উপজেলায় চতুর্থ পর্যায়ে নির্মিত ২৮টি পাকা বাড়ি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে এসব বাড়ি হস্তান্তরের উদ্বোধন করবেন।
ইউএনও আরো জানান, এ পর্যন্ত ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ৩৯৯টি পাকা বাড়ি নির্মিত হয়েছে।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD