বগুড়ার ধুনট উপজেলায় ৯৯৯ এ ফোন পেয়ে ৩ হাজার ১৯০ কেজি সরকারি চাল পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার কালেরপাড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে শাহ আলম (৩৮) নামে ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় থানা পুলিশ। রাত ৪টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। কালোবাজারে বিক্রির জন্য ট্রাকটিতে চাল বোঝাই করা হয়েছিল।
জব্দ করা ট্রাক ও চাল থানা পুুলিশের হেফাজতে রয়েছে। রোহান এন্টারপ্রাইজ নামের ওই ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ন ১৭-৫৫১০) ৬৫ বস্তা চাল বোঝাই করা ছিল। এর মধ্যে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর পুষ্টি চাল লেখা ছিল তিনটি বস্তায়। বাকি বস্তাগুলো ছিল প্লাস্টিকের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জব্দ করা ট্রাক ও চাল থানা হেফাজতে রাখা হয়েছে। আটক হওয়া ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD