বগুড়ার ধুনটে ৪ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার শহড়াবাড়ি ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সারিয়াকান্দি উপজেলার পূর্ব ধারাবর্ষা গ্রামের মৃত. সোহরাব আকন্দের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫) ও একই উপজেলার চর মাঝিরা গ্রামের জলিল মুন্সির ছেলে সাইফুল শেখ (৪০)।
থানা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া ও সাইফুল শেখ শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ধুনট উপজেলার শহড়াবাড়ি বাড়ি ঘাট এলাকায় মাদক দ্রব্য বিক্রি করতে ছিলো। গোঁপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন ও মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা আলোকিত বগুড়া’র প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর রবিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud