এম এ রাশেদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার আওতায় বগুড়া জেলার ধুনট উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এপর্যন্ত ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ৩৯৯টি পাকা বাড়ি নির্মিত হয়েছে।
আজ ২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত সভাপতিত্বে গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ০৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দিনেশ সরকার, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফেরদৌস আলম, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক বাচ্চু, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জুয়েল, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD