বগুড়ার ধুনট উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের নিউ সারিয়াকান্দি গ্রামে বসতবাড়ি থেকে বের হওয়ায় ১৬টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া বেড়া খুলে দিলেন ধুনট থানার পুলিশ। গত মঙ্গলবার (১২ই এপ্রিল) বিকালে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের নিউ সারিয়াকান্দি গ্রামের বাসিন্দা মোঃ নুরুল ইসলামের লিখিত অভিযোগে ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করা হয়। সেখানে দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের কারণে চলাচলের রাস্তায় গর্ত করে বেড়া দিয়ে বন্ধ করেছেন। দুই পক্ষকে ডেকে নিয়ে বন্ধ করে দেয়া বেড়া তুলে ফেলা হয়েছে এবং তাদের দুই পক্ষের ভুল বোঝা দ্বন্দ্বের মিমাংসা করে দেয়া হয়।
এলাকার সূত্রে জানা যায়, বিগত ১৫ বছর আগে থেকে নিউ-সারিয়াকান্দি গ্রামে জায়গা কিনে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৩০টি পরিবার বসবাস করে আসছেন। ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোঃ সিদ্দিক হোসেন নিউ সারিয়াকান্দি গ্রামে ১৬টি পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে প্রায় ১৫ দিন ধরে তারা অবরুদ্ধ অবস্থায় ছিল ৩০টি পরিবারের মধ্যে ১৬ টি পরিবার।
গত ১১ই এপ্রিল (সোমবারম) ১৬ টি পরিবারের পক্ষে মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা নিকট একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করে দুই পক্ষের সাথে কথাবলে বিষয়টির নিষ্পত্তি করবেন।
আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিক হোসেন জানান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা’র সার্বিক সহযোগিতায় নলকূপের পানি পুকুরে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দুই পক্ষের দ্বন্দ্বের অবসান হয়েছে। আমি ওসি সাহেব জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD