বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জনুয়ারি বিকালে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ধুনট পৌরসভা ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর- ধুনট নির্বাচন এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করীম রেজা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল-রাজী বুলেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম রনি প্রমুখ।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD