এম,এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাহাটা বাজারে এস,এম,এ প্লাজা এ সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। সভাপতিত্ব করেন নিমগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমান ফিজু। প্রধান বক্তা ছিলেন ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম শাকিল, সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন,নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজমল হক, সাধারণ সম্পাদক মোঃ নাছিম উদ্দিন, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নারিন রিপন, মোঃ রেজাউল করিম, নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইবনে সাউদ, মোঃ মিনহাজুল ইসলাম, মনির হোসেন, নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি চলছে।
Posted ৯:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD