বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সোনাহাটা বাজার এলাকায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। সভাপতিত্ব করেন নিমগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম কোয়েল।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, মাইনুল তোফায়েল কোয়েল, সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেল, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, আওয়ামী লীগ নেতা আজমল হক, মামুনুর রশিদ, লুৎফর রহমান, যুবলীগ নেতা আজমেরী খোদা খান নোমান, আলিম আল রাজী বুলেট, সাইদুল ইসলাম, সুজাউদ্দৌলা রিপন, আতিকুর রহমান, এনামুল হক, জহুরুল ইসলাম মানিক, প্রভাষক শিহাব উদ্দিন ও আমিনুল ইসলাম।
Posted ৯:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD