বাড়ীর আঙ্গিনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আয়শা খাতুন। ছবি- আলোকিত বগুড়া
বগুড়ার ধুনটে বড়িয়া গ্রামে গত ২৬জুন প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ও দোকান ভাংচুরের ঘটনায় মিথ্যা মামলা দায়ের করে পুলিশি হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, অসহায় পরিবারের সদস্য মোছা: আয়শা খাতুন। রোববার সকাল ১০টায় তার বাড়ীর আঙ্গিনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো ওই গ্রামের লক্ষ্মীপুর মৌজার বিভিন্ন দাগের মোট ২৭ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয়ে স্বামী বাদশা সরকার দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ভোগ দখল করছেন। গত ২৬ জুন বিকাল ৪টার দিকে প্রতিপক্ষের হামলা ও মারপিটে বদশা সরকার (৫৭), আশিক (২৫), সাজিদ (১৪), হ্যাপী সরকার (৫৫), শফিকুল ইসলাম (৪০), জিহাদ (৩৩) আহত হন।
ধুনট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আয়শা খাতুনের পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে প্রতিপক্ষ হেলাল, ভুলু, জহুরুল, মোজা, সাইফুল সহ ২০/২৫ জনের একটি দল লাঠি-শোঠা, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে দোকানে রক্ষিত বিভিন্ন মালামাল, আসবাবপত্র অন্য স্থানে নিয়ে অগ্নিসংযোগে ভষ্মিভূত করে এবং আমাদের দখলীয় সম্পত্তিতে বিভিন্ন রকমের ফলজ-বনজ গাছ রোপন করে বেদখলের চেষ্টা করে।
পরে পুলিশকে ভুল বুঝিয়ে মিথ্যা মামলা দায়ের করলে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই রাতেই স্বামী বাদশা সরকার ও একমাত্র ছেলে আশিককে পুলিশ গ্রেপ্তার করে। আয়শা বেগম তার স্বামী ও একমাত্র ছেলে আশিককে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবী জানান এবং মিথ্যা মামলায় পুলিশি হয়রানীর প্রতিবাদ প্রত্যাহার দাবী করে সরেজমিনে তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা বের করে দোষীদের আইনের কাঠগড়ায় দার করানোর দাবী করেছেন।
সংবাদ সম্মেলনে আয়শা খাতুনের জামাই জিহাদ, মেয়ে কল্পনা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD