বগুড়ার ধুনটে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো -অপারেশন এজেন্সী (জাইকা) এর উদ্যোগে ভূমি বিষয়ক আইন কানুন অবহিত কারণ ৩ দিনের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৪ই অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের ইছামতী হল রুমে অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ৩ দিনের ভূমি বিষয়ক আইন কানুন অবহিত কারণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড মোঃ ফেরদৌস আলম,গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাঈন ইসলাম মুকুল, নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাহার আলী পাইকার, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাল মিয়া, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আপেল, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদের শিপন, ধুনট থানার এসআই মোঃ আব্দুস সালাম,এসআই আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এমএ রাশেদ, সাংবাদিক মোঃ মাছুদ রানা, মোঃ জিল্লুর রহমান, এএসআই মোঃ ইউনুস খানসহ আরো সাংবাদিক ও বিভিন্ন পরিষদের সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন ।
Posted ১২:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD