বগুড়ার ধুনটে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১ মন গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ৯টা ২০ মিনিটে নম্বর প্লেট বিহীন সিএনজি চালিত বেবীটেক্সী সহ তাদের আটক করে। আদককৃতরা হলো উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাকশাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে চালক আব্দুল মোমিন (২৪) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)। অপরদিকে ওই একই গ্রামের মৃত আজাহারের ছেলে রফিকুল ইসলাম (৪০) কৌশলে পালিয়ে যায়।
ধুনট থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া-ক সার্কেলের একটি চৌকস দল ধুনট অঞ্চলে অভিযান পরিচালনা করে। রাত ৯টা ২০ মিনিটে উপজেলার বাকশাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা সড়কে একটি নম্বর প্লেট বিহীন সিএনজি চালিত বেবীটেক্সীর গতিরোধ করে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে রফিকুল ইসলাম পালিয়ে যায়। অভিযানিক দল চালক আব্দুল মোমিন ও বিদ্যুৎ হোসেন কে আটক করে। পরে বেবীটেক্সী তল্লাশী করে কস্টেপ দিয়ে মড়ানো ১৩ কেজি ওজনের ৩টি গাঁজার প্যাকেট জব্দ করে, যার ওজন ৩৯ কেজি। পরে ধুনট থানায় ৩৯ কেজি গাঁজা, পরিবহনের জন্য ব্যবহৃত চাবিসহ বেবীটেক্সী ও সিমকার্ডসহ ২ টি মোবাইল জব্দ তালিকায় উল্লেখ করে রাতেই ধুনট থানায় একটি মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া-ক সার্কেলের পরিদর্শক।
মামলার বাদি পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান জানান, মাদকবাহী গাড়িটি উপজেলার গোসাইবাড়ী এলাকা থেকে ধুনটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাকশাপাড়া নামক স্থানে গাড়ির গতিরোধ করে মাদক কারবারি আব্দুল মোমিন ও বিদ্যুৎ হোসেন কে আটক করা হয়। গাড়ির গতিরোধ করার আগেই পুলিশের উপস্থিতি টেরপেয়ে রফিকুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। পরে ধুনট থানায় ২ জনকে গ্রেফতার ও ১ জনকে পালাতক দেখিয়ে মামলা দায়ের করি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম আলোকিত বগুড়া’কে জানান, আসামিদের সোমবার সকালে ধুনট থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ২:০৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD