প্রতি বছর ফাল্গুন মাসের (২৩ই ফেব্রুয়ারি) বুধবার অনুষ্ঠিত হয় ধুনটের বেড়েরবাড়ি টেকানি মেলা। কিন্তু এবছর করোনাকালীন মেলার কোন সরকারি অনুমতি না থাকায়। প্রশাসনকে ম্যানেজ করে চালাচ্ছেন উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের টেকানি অবৈধ মেলা।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ২২ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি ৭টা থেকে রাত্রি ৪টা পর্যন্ত বেড়েরবাড়ি টেকানি মেলার পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান আজহার আলী পাইকারের বাড়ির সামনে মেলা কমিটি জুয়ার আসর চালিয়েছেন। মেলায় আসা ব্যক্তি মোঃ হাফিজুর রহমান,মোঃ বাদশা মিয়া,মোঃ আব্দুর রশিদ, সুমন সরকারসহ একাধিক ব্যক্তি বলেন পৃথিবীর কোথাও জুয়া না চললেও বেড়েরবাড়ি গ্রামের টেকানি মেলায় অনেক কৌশলে জুয়া চালান।
মেলা কমিটির যোগানদাতা নিমগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফেরদৌস আলম বলেন, প্রশাসনকে ম্যানেজ করে মেলা চালাচ্ছি। কিন্তু আমার মেলার এরিয়ার মধ্যে কোন জুয়া চলেনি মেলার বাইরে জুয়া চলে সেটা আমাদের দেখার বিষয় না।
ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত বলেন, কোনরকম মেলার অনুমতি দেই নাই। তারা আমাদের নামে মিথ্যা কথা বলছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আমরা কোন মেলার অনুমতি দেয়নি এবং থানার ফোর্স পাঠানো হয়েছে। মেলায় কোনরকম অবৈধ কার্যকলাপ পাইলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD