বগুড়ার ধুনটে তুচ্ছ ঘটনা ও পুর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন(৪৫) নামে এক কৃষক নিহত ও ৬ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১১ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোশাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামে।
জানা গেছে, পুর্ব গুয়াডহরী গ্রামের বাদশা মিয়ার সাথে পশ্চিম গুয়াডহরী গ্রামের মৃত্যুঃ মহির উদ্দিন সেখ এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর হোসেন ছেলে রানা মিয়ার অন্তসত্তা স্ত্রীকে পূর্ব গুয়াডহরী গ্রামের মৃত্যুঃ আবু তালেব এর ছেলে বাদশা মিয়ার লোকজন মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) ছেলে সাকিল (২০), সাজেদুল (২৪), শামীম (১৮), আলমগীর হোসেন বড় ভাই জাহাঙ্গীর হোসেন (৫০), তাহার ছেলে সজীব (২২), ও রানা মিয়ার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাবনুর খাতুন গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে অনুমান ১২টার দিকে আলমগীর মারা যায় ।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম আলোকিত বগুড়া’কে বলেন, সংঘর্ষে আলমগীরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Posted ৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD