বগুড়ার ধুনটে বিয়ে বাড়ীর খাওয়া দাওয়া করে ময়লা আবর্জনা ধানী জমিতে ফেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, দক্ষিণ ভুতবাড়ী গ্রামের হবিবর রহমান নাদু মন্ডলের ছেলে মোঃ বাবলু মন্ডলের মেয়ের বিয়ে গত ১৮ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়।ওই বিয়ে অনুষ্ঠানে বর যাত্রীদের খাওয়া দাওয়া করানোর পরে বাবলুর বাড়ীর দক্ষিণে রাস্তা সংলগ্ন, উত্তর ভুতবাড়ী গ্রামের ফজর আলীর ছেলে মোঃ আমির হোসেনের ক্রয়কৃত ধানী জমিতে ময়লা আবর্জনা ফেলে জমির ধান ক্ষতি করা হয়। এমন খরব শুনে আমির হোসেন তার ভোগদখলীয় ধানী জমি দেখতে আসে। জমির মধ্যে ময়লা আবর্জনা দেখতে পেয়ে হবিবর রহমান নাদু মন্ডল ও তার ছেলেদের জিজ্ঞাসাবাদ করেন, জমির মালিক আমির হোসেন। এমন সময় কথা কাটাকাটি এক পর্যায়ে মারপিটের মতো ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩/৪ জন আহত হয়। এ ঘটনার পর স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হেলেও তা সম্ভব হয়নি। পরে উভয় পক্ষ ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।
এ বিষয়ে জমির মালিক আমির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, নাদু মন্ডল ও তার ছেলেরা বিয়ের অনুষ্ঠানে খাওয়ার ময়লা আবর্জনা আমার ধান ক্ষেতের মধ্যে ফেললে আমার জমির প্রায় ৫হাজার টাকার মতো ধানের ক্ষতি করেছে। আমি বলতে গেলে তারা আমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং তার এক পর্যায়ে আমাকে মারপিট করে আহত করা হয়েছে। আমি বাঁচার জন্য ডাক চিৎ কার করলে স্থানীয় জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন, আজিজার রহমান, রিপন মিয়া সহ কয়েকজন আগিয়ে এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। আমি সুস্থ হয়ে পরের দিন ধুনট থানায় মোঃ লিটন মিয়া(৩৫), লেবু মিয়া(৩০), মোঃ বাবল মিয়া (৩৮), নাদু মন্ডল(৬৫) নজু মন্ডল ও খবর মন্ডল (৪৫) এই ৬জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। আমার জমির ক্ষতি ও মারপিট করার বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত নাদু মন্ডল ও তার ছেলে বাবলু মন্ডলের সাথে কথা হলে তারা বলেন, বিয়ের অনুষ্ঠানে খাওয়ার যতো ময়লা আবর্জনা আমার বাড়ীতেই রেখেছি। হয়তো বা শিয়াল কুকুর খেয়ে দুই চারটি অন-টাইম প্লেট আমির হোসেনের ধানের জমিতে নিয়ে ফেলেছে। তার জন্য আমির হোসেন এসে গালাগালি ও মারপিট করে গর্ভবতী মহিলাসহ আমাদেরকে আহত করেছে। পরে ধুনট থানায় আমরাই আগে অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে ধুনট থানা পুলিশ অফিসার এএসআই রিপন আলী বিশ্বাস এর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারপিটের ঘটনা ঘটানো হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৪:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD