বগুড়ার ধুনট উপজেলার বড়িয়া গ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪ টার দিকে বগুড়া গোদারপাড়া থেকে আসা মোটরসাইকেল যোগে ৩জন আরোহী সারিয়াকান্দির বিবিরপাড়া আসার পথে বড়িয়া গ্রামে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে বিপ্লব (২৮) নামে এক যুবক নিহত হয়। মোটরসাইকেলে থাকা আরো ২ জন আরোহী মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে বগুড়া গোদারপাড়ার ব্যাক্তির মৃত্যু হয়।
আব্দুল মোমিন (২২)কে বগুড়া শজিমেক হাসপাতালে অপারেশন থিয়েটারে মৃত্যু বরণ করেন। নিহত বিপ্লব সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আব্দুল মোমিন একই এলাকার মোস্তফা আলীর ছেলে। অন্য যুবক বগুড়া গোদারপাড়া এলাকার। তার নাম এখনো জানা যায়নি।
এই দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক ও হেলপার ট্রাক টি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহতদের বাড়ীতে স্বজনদের কান্নার আহাজারি বইছে।
Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD