বগুড়ার ধুনটে কোমলমতি ছাত্রীদের উত্যাক্ত ও শ্রীলতাহানি অভিযোগে আবু তালেব (৩০) বছরের এক মাদ্রাসার শিক্ষককে আটক করে বুধবার (৩০শে মার্চ) সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। অভিযুক্ত আবু তালেব চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত শামসুল ছেলে। সে পাঁচথুপি নুরানী তালিমুল ক্যাডেট মাদ্রাসা ও মারকাযুশ শরইয্যুাহ হাফিজিয়া কওমী মহিলা মাদ্রার শিক্ষক।
কয়েকজন অভিভাবক জানান, আবু তালেব দির্ঘদিন থেকে কোমলমতি ছাত্রীদের সাথে বিভিন্ন সময় উত্যক্ত করতো। এবিষয়ে তাকে ইতিপুর্বে শাসনও করা হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। বুধবার প্রথম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করার চেষ্টা করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানায়। এরপর ওই ছাত্রীর বাবা এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানাইলে স্থানীয় লোকজন শিক্ষক আবু তালেবকে আটক করে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় পুলিশে সোপর্দ করে।
এরপর কয়েকজন ভুক্তভোগী অভিভাবক আবু তালেব তাদের মেয়েদের কিভাবে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করতো তা ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার কাছে বর্ণনা করেন।
এ বিষয়ে আবু তালেব জানান, তিনি শিশু শিক্ষার্থীদের নিজের মেয়ের মতো আদর করে অনেক সময় চুম্বন দিতাম এবং মাঝে মধ্যে শিশু শিক্ষার্থীদের দিয়ে মাথার পাকা চুল তুলে নেওয়াসহ নিজের হাত, পা, টিপে নেওয়ার কথা স্বীকার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আটক মাদ্রাসার শিক্ষককের অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:৪২ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD