বগুড়ার ধুনটে করোনা (কোভিট-১৯) প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহনের মধ্যে দিয়ে টিকাদান কর্মসুচীর উদ্বোধন ঘোষনা করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার টিকা গ্রহনের পর পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মী, ডাক্তার, সাংবাদিকসহ অনেকে টিকা গ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, ধুনট উপজেলায় প্রথম পর্যায়ে প্রথম দফায় ৯ হাজার ২৮২টি করোনা (কোভিট-১৯) এর টিকা বরাদ্দ পাওয়া গেছে। প্রথম দফায় টিকা গ্রহনকারীদের এক মাস পর আরো একটি টিকা গ্রহন করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।
টিকাদান কর্মসুচীতে ধুনট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফা, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান ও সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD