বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে*আলোকিত বড়িয়া গড়ার প্রত্যয়ে একতাবন্ধন সমাজ সেবা সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়িয়া একতাবন্ধন সমাজ সেবা সংগঠনের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্দুল করিম নান্টু, ইউপি সদস্য শাহেব আলী,সাবেক ইউপি সদস্য হারুনর রশীদ রেজা,সংগঠনের সাধারণ সম্পাদক আশিক আহমেদ সরকার,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওহাবসহ আরো অনেকেই।
আলোচনা সভা শেষে শতাধিক অসহায় পরিবারের মাঝে লাচ্ছা, চিনি, তেল, পেঁয়াজ, সাবান ও সুগন্ধি চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আব্দুল আলিম। এসময় বড়িয়া একতাবন্ধন সমাজ সেবা সংগঠনের সকল সদস্য বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD