এম এ রাশেদ: বগুড়ার ধুনট আনারপুর কচু গাড়ি গ্রামে এক কৃষকের আগুনে দুই টি বসতঘর পুড়ে ছাই হয়েছে । শনিবার (১১ই মার্চ) রাতি অনুমান ৩ টার দিকে আনারপুর কচু গ্রামের কৃষক এর আশরাফ বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক কৃষক আশরাফ প্রাং জানান, দুই টি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। শনিবার রাতি অনুমান ৩ টার সময় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ২টি ঘরে ছড়িয়ে পড়ে ৩টি গরু, হাঁস মুরগি, আসবার পত্র, ঘরে রাখা টাকা পয়সা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষক আশরাফ প্রাং পুরাই আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়।
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামসুল আলম সংবাদকর্মীদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কোয়েলের থেকে বলে ধারণা করা হচ্ছে। রোববার (১২ই মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, এ সময় উপস্থিত ছিলেন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ এরশাদ আলী প্রাং।
Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD