দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১মার্চ) দুপুরে আদমদীঘি বাসট্যান্ড বাঁশহাটির পাশে প্রতীকী অনশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ন আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদান, সুপার ফাইভ সদস্য রফি আহম্মেদ আচ্চু, আবু হাসান, বুলবুল ফারুক, মাহফুজুল হক টিকন, লিখন খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক জুয়েল রানা, ছাত্রদলের সভাপতি শাকিব, কৃষক দলের আহবায়ক রানা, সান্তাহার ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, নসরৎপুর ইউনিয়নের সভাপতি বাবলু তালুকদার, চাঁপাপুর ইউনিয়নের সভাপতি ফরিদ সরকারসহ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। অনশন বিরতিতে উপজেলা শ্রমিক দলের আয়োজনে খাবার পানি বিতরণ করা হয়।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD